গোলাপগঞ্জে হামলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত পথ সভায় বাঁধা সৃষ্টির অভিযোগ, ক্ষুব্ধ নেতাকর্মীদের হামলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে আয়োজিত সভায় পুলিশি বাঁধা উপক্ষো করে কার্যক্রম চলতে থাকলে এক পর্যায়ে পুলিশের মুখোমুখি হয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধানের শীষের সভায় বাঁধা দেয়া হচ্ছে এমন সংবাদ হেতিমগঞ্জ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক সংখ্যক নেতাকর্মী দ্রুত সেখানে জড়ো হন। এসময় বিএনপি সমর্থকদের রোষানলে পড়ে পুলিশ।

একই সময় সেখানে কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী বিক্ষুদ্ধ জনতার হামলার শিকার হন। সহকারী কমিশনার সুমন্ত ব্যানার্জীর শরীরে আঘাত প্রাপ্ত হলে তাকে রক্তাক্ত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ প্রশাসন একেএম ফজলুল হক শিবলী জানান, ধানের শীষের সমর্থনে হেতিমগঞ্জ বাজারে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সভা চলাকালীণ সময়ে জনগণের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন্ত ব্যানার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল কোর্ট করতে চাইলে ক্ষিপ্ত নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।

ঘটনার পর পর হেমিতগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ,বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *