নৌকার প্রচার গাড়িতে পেট্রোল বোমা, আহত ৩

 

জকিগঞ্জের শাহবাগ একালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের নির্বাচনী প্রচার গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ করে মাইকসহ পুরো গাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রচারকারী ছাত্রলীগ কর্মী আশফাক আজিম রাহাত (২৪) ও সিএনজি চালক সোহেল আহমদ (৩০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার কিছু সময় পর শাহবাগের মুহিদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানা পুলিশের এসআই সৈয়দ ইমরুজ তারেক জানান, এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছেন, নৌকা মার্কার প্রচারগাড়ী শাহগলীতে যাওয়ার সময় মুহিদপুর এলাকায় পৌছা মাত্র মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক সিএনজি গাড়ীটি থামিয়ে পেট্রোল বোমা মেরে মাইকসহ গাড়ী পুড়িয়ে দেয়। পরে “নারায়ে তাকবির” শ্লোগান দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জকিগঞ্জে প্রচারণা চালিয়ে আসার পথে উক্ত স্থান পরিদর্শন করেছেন। এসময় তিনি বিক্ষুব্ধ নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, ‘জামাত-বিএনপি ভোটে জিততে পারবে না ভেবে দেশকে আবারো সংঘাতের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। পেট্রোল বোমা মেরে নির্বাচন বানচালের অপপ্রয়াস চালাচ্ছে।’

তিনি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এবং জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্ঠা চলছে। নাশকতাকারীরা রেহাই পাবে না।

এদিকে এ নাশকতার প্রতিবাদে আওয়ামী লীগ নেতাকর্মীরা বারহাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *