বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিশ্বনাথ থানা এসআই মিজানুর রহমান, সবুজ কুমার নাইডু, মহব্বত হোসেনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট পুলিশ লাইন হল রুমে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের পুলিশ সুপার মনিরুজ্জামান পিপি তাদের হাতে পুরস্কার প্রদান করেন। এ সময় সিলেট জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অজ্ঞাত দস্যুতা, অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
কমেন্ট