প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাহ আছদ আলী (র.) ফাউন্ডেশন, ষোলঘর কর্তৃক আয়োজিত ১৩তম প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪র্থ ও ৫ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ৪টি বিষয়ে পরীক্ষা নেয়া হয়। বিষয়গুলো হচ্ছে বাংলা, অংক, ইংরেজী ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

পরীক্ষা চলাকালে পরীক্ষা হল পরিদর্শন করেন প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, লেখক ও কলামিষ্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, প্রফেসর মো. আব্দুল বারী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিগার সুলতানা কেয়া, অ্যাড. মো.নজরুল ইসলাম, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইনছান মিঞা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান পীর, বৃত্তি পরীক্ষা সমন্বয়কারী মো.মুুজিবুর রহমান পীর, চাইল্ড কেয়ার একাডেমীর প্রিন্সিপাল সায়ফুজ্জামান, এইচএমপি’র সহকারি শিক্ষক মাওলানা শামসুল হুদা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বৃত্তি সমন্বয়কারী মো. মুুুুজিবুর রহমান পীর জানান, এ বৃত্তিপরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *