২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সিলেট রেজিস্টারী মাঠে বুধবার (২৪ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগদান করেছে জমিয়ত।
বাদ যোহর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে মিছিল সহকারে রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগদান করে সিলেট জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জমিয়ত নেতা মাওলানা শফিউল আলম, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, আব্দুলাহ আল মামুন খান, যুবনেতা আবু সুফিয়ান, কে.এ শিহাব উদ্দিন খান, হাসান বিন ফাহিম ছাত্রনেতা কে.এম তাহমিদ হাসান সহ জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ মিছিলে যোগদান করেন।