জাতীয় ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র এবং নারী সাংবাদিক মাসুদা ভাট্টির বিরুদ্ধে কটুক্তিকারী ব্যারিস্টার মইনুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় মেজরটিলা বাজারে সিলেট জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ঝাড়– দিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি মেজরটিলা বাজারস্থ ওয়ান ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে টিলাগড় পয়েন্ট হয়ে বালুচর বাজার প্রদক্ষিণ করে শিবগঞ্জ বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর সালনায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম সামাদ আহমেদ,সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন,সাংগঠনিক সম্পাদক ওয়ালী উলাহ বদরুল,সহ নাট্য সম্পাদক ফাহাদ আহমেদ রুমেল,সদস্য সাইফুল আলম সিদ্দিকী,আবুল কালাম,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদার,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী,যুবলীগ নেতা মাসুম আহমেদ, রানা আহমেদ, সৈয়দ তুহিন,সিলেট জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হুসেন,সাবেক স্কুল ছাত্র সম্পাদক হুসেন আহমেদ,সাবেক সদস্য নাজমুল ইসলাম, রাজীব কুমার দাস,সাবেক সহসস সভাপতি হুসাইন আহমেদ চৌধুরী, সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরূপ,মহানগর স্বেচ্ছাসেবকলীগের ধর্ম সম্পাদক মিজানুর রহমান মজনু,সাবেক বণ ও পরিবেশ সম্পাদক সাদিক আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জ্যোতিষ্ময় দাস সৌরভ, এম সি কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ,শামিম আলি,রুবেল আহমেদ,সুব্রত চন্দ্র চন্দ,আরাফাত রহমান, রনি তালুকদার, খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল আহমেদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জিতু মিয়া,সালাহউদ্দিন আহমেদ,অজয় রায় প্রমুখ,এ সময় হাজার হাজার নেতাকর্মী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
সমাবেশে হুশিয়ারি উচ্ছারণ করে বক্তারা বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নামে বেইমান ও দেশদ্রোহীদের নিয়ে গঠিত এই জুটের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সিলেটের নেতাকর্মীরা সজাগ রয়েছে,শান্তির শহর সিলেটের মাটিতে এইসব ষড়যন্ত্রকারীদের কোনো ঠাই অতীতেও ছিলোনা এবং ভবিষ্যতেও হতে দেয়া হবেনা।