সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাস্থল রেজিস্টারী মাঠ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে মেয়র তিনি মাঠ পরিদর্শনে যান।
বুধবার বেলা ২টায় শুরু হওয়া জনসভার সভাপতিত্ব করবেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাঠ পরিদর্শনকালে এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেত্রীবৃন্দ।