তারেকের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে শনিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটে জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগরের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, জেলার সহ সভাপতি এনামুল হক, মহানগরের সহ সভাপতিগোলাম মোঃ সেলিম চৌধুরী, আব্দুল করিম জোনাক, জেলার সহ সভাপতি জুবের আহমদ জুবের, আবুল কালাম, মহানগরের সহ সভাপতি আব্দুল হাসিব, জেলার সহ সভাপতি শিহাব খান, মহানগরের সহ সভাপতি তানভির আহমদ চৌধুরী, এস এম সেফুল, জেলার সহ সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, জহুরুল ইসলাম রাসেল, মহানগরের সহ সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জল, জেলার সহ সভাপতি মিনার হোসেন লিটন, মহানগরের সহ সভাপতি রাইসুল ইসলাম সনি, জেলার সহ সভাপতি ওসমান হারুন পনির, মহানগরের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলার যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আলী আকবর রাজন, দুলাল রেজা, জেলার সাংগঠনিক আব্দুল মোতাকব্বির চৌধুরী সাকি, মহানগরের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলার যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, মহানগরের সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, আবুল হোসেন, জেলার সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, মহানগরের সহ সাধারণ সম্পাদক হাবিব মির্জা, এম শোয়েব আহমদ, জেলার সহ সাধারণ সম্পাদক আদালী হাদী জনি, মহানগরের সহ সাধারণ সম্পাদক মেহরাজ ভূঁইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, হেলাল আহমদ মাসুম।

পথ সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার আদালতের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ফরমায়েশি ও প্রহসনের রায় প্রদান করেছে। যা বাংলাদেশ সহ গোটা বিশ্বের কাছে আজ প্রশ্নবিদ্ধ। জনগণ এই অবৈধ রায় ঘৃণাভরে প্রত্যাখান করেছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন অতি শীঘ্রই সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *