গোলাপগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মামুনুর রাহমান

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মামুনুর রাহমান। সোমবার (১৭ সেপ্টেম্বর) তিনি প্রথম অফিস করেন। এ সময় উপজেলা সব দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মামুনুর রহমানকে গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মামুনুর রহমান গত পহেলা এপ্রিল থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সদ্য যোগদানকারী ইউএনও মামুনুর রহমান ১৯৯৯ সালে নিকলী জিসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজকল্যাণ বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন।

৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া মামুনুর রহমান এর আগে ২৯তম বিসিএসেও উত্তীর্ণ হন। তখন শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *