126 total views, 2 views today
আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জ পৌর এলাকা নিত্য নতুন মহিলা ছিনতাইকারীদের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এদের টার্গেট হচ্ছে হাসপাতালসহ বিভিন্ন শপিং মল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর হাসপাতালে জনৈক মহিলার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে ৫ মহিলা ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আবুনি আক্তার (২২), হালেমা খাতুন (২৫), রাবেয়া (২০), পপি আক্তার (২২), সুমি বেগম (২১)।
এ ব্যাপার ওসি (তদন্ত)জিয়াউর রহমান জানান, আটককৃতদেরকে জিজ্ঞাসা চলছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
কমেন্ট