হবিগঞ্জে দাউদপুরে ভূমি নিয়ে বিরোধ :১২ পরিবারকে সমাজচ্যুৎ

আজিজুল ইসলাম সজীব::  হবিগঞ্জের বানিয়াচঙ্গে দাউদপুর গ্রামের বিল ও সরকারী ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের ১২টি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাদেরকে গ্রামের রাস্তাঘাটে চলাফেরা, ছেলে-মেয়েদের স্কুল ও মক্তবে যেতে পারছে না।

সোমবার বেলা ১১টায় পুলিশ সুপার বরাবরে দেয়া লিখিত অভিযোগ থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই গ্রামের অলিউর রহমান, সফি মিয়া, গোলাপ মিয়া সহ ১২জন স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, গ্রামের পাশের নাকুয়া বিল ও পতিত রকম ভূমি অভিযোগকারী ১২জন সহ পার্শ্ববর্তী বাসিন্দারা ভোগ করে আসছেন। ইদানিং স্থানীয় তহশীল অফিসের মাধ্যমে সরকার ওই বিল ও পতিত ভূমির খাস কালেকশনের উদ্যোগ নেয়।

অভিযোগকারীরা তহশীলদারের মাধ্যমে খাস কালেকশনের ব্যবস্থা করেছে বলে তাদেরকে গত ১৮ আগষ্ট গ্রাম পঞ্চায়েতে ডেকে নেয়া হয়। এক পর্যায়ে তাদেরকে সমাজচ্যুত করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *