সিলেটের বাদাঘাটে নতুন কারাগার পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে পবিত্র ঈদুল আযহা পালন করতে বিমানযোগে সিলেট এসে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। বেলা আড়াইটার দিকে শহরতলির বাদাঘাটে সিলেট কেন্দ্রীয় এই কারাগার পরিদর্শন করে তিনি।
এসময় অর্থমন্ত্রীর সাথে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বাদাঘাটে কারাগারটির কাজ শেষের পথে। শিগগিরিই এই কারাগারের উদ্বোধনের কথা রয়েছে।
কমেন্ট