187 total views, 1 views today
আজিজুল ইসলাম সজীব::
হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের স্ত্রী ফাহিমা হত্যা মামলার একমাত্র আসামী ঘাতক জুয়েল মিয়া (৩০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপুর জেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পইল উত্তরপাড়া গ্রামের মনজব আলীর পুত্র। জানা যায়, গত ৪ আগস্ট তার স্ত্রী ফাহিমা আক্তার কে হত্যা করে সে পালিয়ে যায়। পরের দিন সকালে সদর থানা পুলিশ একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ফাহিমার ভাই আমির উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই জুয়েল আত্মগোপন করে। ওই সময় পুলিশ তার ২য় স্ত্রীর বাড়ি লক্ষীপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। আজ বৃহস্পতিবার তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় জন্য কোর্টে প্রেরণ করা হবে।