সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ আর নেই। ছাত্রদল থেকে বিদায়ের পর থেকে তিনি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
সোমবার রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মহানগর ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- মাস দুয়েক আগে নাহিদুল ইসলাম নাহিদ ব্রেন স্ট্রোক করেন। এরপর বেশ কিছু দিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি কিছুটা সুস্থ হন। সম্প্রতি সিলেট সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগেও অংশ নেন তিনি।
সোমবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান।
কমেন্ট