187 total views, 1 views today
অলক দেব নাথ ::সিলেট এ অগ্নিহোত্র যজ্ঞের মধ্যে দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের পুরানো সার্বজনীন রথযাত্রা উৎসব। আজ শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কনের উদ্যোগে রথ যাত্রার আয়োজন করা হয়।
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দিনব্যাপি অগ্নিহোত্র যজ্ঞ, বৈদিক নৃত্য
ও গীতা পাঠ করা হয়। আজ বিকেলে নগরীর যুগলটিলা মন্দির থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রথ টানা শুরু করেন। আনুষ্ঠানিকভাবে রথ টানা উৎসবের উদ্বোধন করেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন। নগরীর কাজল শাহ মহাসড়ক অতিক্রম করে নান্দনিক এক শোভাযাত্রার মধ্যে দিয়ে স্থানীয় যুগলটিলা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের রথ টানার সমাপ্তি ঘটে।
হাজার হাজার ভক্ত জগন্নাথ দেবকে বিভন্ন প্রকার ফল, ফুল নিবেদন করে উলুধ্বনি দিতে থাকে।
এবং অনেক বছরের পুরানো যুগল টিলা মন্দির পরিচালনা কমিটির ইয়ুথ ফোরামের পরিচারক দেবর্ষি দাস ব্রম্মচারী জানান,২২ জুলাই উল্টো রথ যাত্রার মাধ্যমে নয় দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে। ঐতিহ্যবাহী এ যুগলটিলা মন্দিরের রথযাএা উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভক্তবৃন্দরা জানান, অন্যান্য বারের ন্যয় এবারো রথ যাত্রা উৎসব
সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।