নিউজ ডেস্ক:: ইংলিশ মিডিয়াম স্কুলে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি,একাডেমিক ফি,উন্নয়ন ফি বা অন্য যে কোন নামে কোন ফি না নিতে হাইকোর্টের আদেশ মানতে সকল স্কুলকে চিঠি দিয়েছে জেলা শিক্ষা অফিস ।গত ৩ জুলাই সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের পক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের (মাউশি) পরিচালক প্রফেসর হারুনুর রশিদ বরাবরে জনস্বার্থে করা একটি আবেদনের প্রেক্ষিতে পরিচালকের নির্দেশে ( স্মারক নং-৩৭.০২.০০০.০০০.৯৯.০০২.১৬-০৪৮,তাং-০৫/০৭/২০১৮ ) এই চিঠি ইস্যু করেছে জেলা শিক্ষা অফিস । অভিভাবকদের এসোসিয়েশনোর আবেদনে বলা হয়,হাইকোর্টের রায় অমান্য করে সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বিভিন্ন নামে এককালীন মোটা অংকের টাকা গ্রহণ করছে । অভিাভাবক নেতৃবৃন্দ সিলেটের আনন্দনিকেতন,খাজাঞ্চিবাড়ি,বিবিআইএস,গ্রামার স্কুলসহ কয়েকটি স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করে হাইকোর্টের আদেশ মেনে চলার অনুরোধ করেন কিন্তু বিষয়টির যথাযথ সুরাহা এখনো হয় নি । সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান গত রবিবার ( ৮ জুলাই ) সবকটি ইংলিশ মিডিয়াম স্কুলে চিঠি দিয়ে বলেন‘এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি,সেশন ফি বা একাডেমিক ফি এর নামে কোন ফি নেয়া যাবে না মর্মে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে । উপরোক্ত নির্দেশনাসহ এতদসংক্রান্ত মহামান্য হাইকোর্ট প্রদত্ত যাবতীয় নির্দেশনা অনুসরণ ও বাস্তবায়নের জন্য পুনরায় অনুরোধ করা হলো।
অভিভাবক এসোসিয়েশনের সভা আজ,
ইংলিশ মিডিয়াম স্কুলে সেশন ফি,একাডেমিক ফি,উন্নয়ন ফি বা অন্য যে কোন নামে কোন ফি নেওয়া বন্ধের দাবীতে আন্দোলনরত সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের এক সভা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নীচতলার হলে অনুষ্ঠিত হবে । এত সিলেটের সকল ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি।