নিউজ ডেস্ক:: চুনারুঘাট উপজেলার গুচাপাড়া গ্রামে প্রেমিকার সাথে আমুদফুর্তি করার সময় যুবক যুবতিকে আটক করেছে জনতা। পরে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী (১৮) ও তার প্রেমিক নরসিংদি জেলার বেলাব থানার লালপুর গ্রামের যুবক (২০)।
স্থানীয় সূত্র জানায়, মেয়েটির সাথে রং নাম্বারে পরিচয় হয় যুবকের। এক পর্যায়ে মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক জন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে।
গত শুক্রবার কেউ বাড়িতে না থাকার সুযোগে মেয়েটি ফোন করে তার প্রেমিককে বাড়িতে আসতে বলে। ওই দিনই গভীর রাতে দরজা বন্ধ করে তারা আমুদ ফুর্তি করার স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এক পর্যায়ে যুবককে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় খবর দেয়া হয়।
এএসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদরেকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের পক্ষ থেকে কোন অভিভাবক না যাওয়ায় শনিবার বিকেলে পুলিশ বাদী হয়ে প্রেমিক যুগলের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।