সিলেট ইসকন ৯দিন ব্যাপী রথযাত্রা শুরু শনিবার

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) সিলেটের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ১৪ জুলাই শনিবার থেকে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯দিন ব্যাপি রথযাত্রা অনুষ্ঠান চলবে ২২ জুলাই পর্যন্ত। অনুষ্ঠান সফল করতে ইসকন মন্দির সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

রথযাত্রার কর্মসূচির মধ্যে রয়েছে প্রথমদিন ১৪ জুলাই শনিবার বেলা ২ টায় রথযাত্রার উদ্বোধন। একইদিন আলোচনা সভা ছাড়া বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া প্রত্যেকদিন আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। শেষদিন ২২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে। রথযাত্রা মহোৎসব পালনে সর্বস্থরের মানুষকে উপস্থিত ও সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। তিনি আশা প্রকাশ করছেন, অতীতের ন্যায় এবার বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ কর্মসূচিতে অংশ নেবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *