নিউজ ডেস্ক:: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বদরুজ্জামান সেলিম। এমনটাই জানিয়েছেন সেলিমের ঘনিষ্ট সূত্র। রবিবার সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা আসতে পারে।
সূত্র জানায়, অব্যাহতিপত্রটি প্রথমে মহানগর বিএনপির প্রথম যুগ্ন সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। এরপর মহানগর সভাপতি সেটি কেন্দ্রে প্রেরণ করবেন।
সূত্রমতে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে এখনো অনড় রয়েছেন বদরুজ্জামান সেলিম। এর অংশ হিসাবেই তিনি দলীয় পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।
রবিবার দুপুর ১২টায় দরগাগেইটস্থ হোটেল হলিসাইডে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বদরুজ্জামান সেলিম।
কমেন্ট