মেয়র প্রার্থী তাহেরসহ ১১ জন প্রার্থীতা ফিরে পেলেন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া ১৩ প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী তাহেরসহ ১১ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আপিল ট্রাইব্যুনাল ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মেয়র প্রার্থী এহছানুল হক তাহেরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল। তবে আপিলে তার প্রার্থীতা বহাল থাকে। তবে অপর মেয়র প্রার্থী মোক্তাদির হোসেন দফাদারের মনোনয়ন বাতিল বহাল রাখে ট্রাইব্যুনাল।

এছাড়া বয়স ২৫ বছর না হওয়ায় সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রুমি প্রার্থিতা ফিরে পাননি।

সংশ্লিষ্টরা জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইকালে তিন মেয়র প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এরমধ্যে আপিলে সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়ন বৈধ হয়েছে পাঁচজনের। তারা হলেন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, ৬ নম্বর ওয়ার্ডের রেহানা ইয়াসমিন, ৭ নম্বর ওয়ার্ডের ক্ষমা রানি দে ও শিবাণী রানী দে ও ৯ নম্বর ওয়ার্ডের বেগম আলিমুন।

সাধারণ কাউন্সিলর পদে আপিলে মনোনয়নপত্র বৈধ হয়েছে পাঁচজনের। তারা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দে, ৫ নম্বর ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রকিব বাবলু, ২২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দিদার হোসেন ও ২৫ নম্বর ওয়ার্ডের আশিক আহমদ।

এদিকে আজ বৃহস্পতিবার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী নজমুল আহমদ ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আসমা বেগম আপিল করেছেন। তাদের আপলি শনিবার শুনানি হতেহ পারে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *