বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত করেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর আজ মঙ্গলবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরায় মহাসচিবের বাসভবনে তারা সাক্ষাত করেন।
এসময় বিএনপির মহাসচিব মির্র্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে রাজনৈতিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সকল সমালোচনার উর্ধ্বে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্নিত করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুর রকিব চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিনার হোসেন লিটন ও মহানগর ছাত্রদলের সহ -সভাপতি তানভীর আহমদ চৌধুরী।