নিজস্ব প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে প্রাণ গেছে ২ জনের। রোববার বিকেলে শিমুলবাঁক ইউনিয়নের জোরা সিংরা হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের সাজিদুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম (২৬) ও জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের জামলাবাজ গ্রামের ফোরকান মিয়ার ছেলে এমদাদুল হক (৫৫)।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে উকারগাঁও গ্রামের সাজিদুর রহমান তার পরিবারের সদস্য ও স্বজনদের পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। বিকেলে নৌকাযোগে বাড়ি ফেরার পথে মুক্তাখাই গ্রামের সামনের হাওরে ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। এতে দু’জন নিহত ও দুই শিশু আহত হয়। আহত দুই শিশু হল রাফি মিয়া (৪) ও আবির মিয়া (২)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা নিহত হোসনে আরা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, মুক্তাখাই গ্রামের লোকজন দুইজনের লাশ ও চার শিশুসহ ১০ জনকে উদ্ধার করে। দুর্ঘটনার শিকার ওই নৌকায় ১২ জন যাত্রী ছিল।