নিউজ ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ছয়টায় অন্তত ৩৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমেন্ট