শংকর-দত্ত:: ছাতকের নিখোঁজ ব্যবসায়ী ফারুকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন।
তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের মৃত অাবদুস সাত্তার মাষ্টারে পুত্র ফারুক আহমদ (৪৫)। রবিবার দুপুরে এলাকার ফাতলাছুরা বিলের মধ্যে তার লাশ পাওয়া গেছে।
খবর পেয়ে এএসপি সার্কেল দুলন মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) অাতিকুর রহমান ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
কমেন্ট