সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
রোববার এক বিবৃতিতে তিনি নগরবাসী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘আপনাদের নীরব সমর্থন, সহযোগীতা ও ভালোবাসাই আমাকে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার শক্তভিত্তি রচনা করে দিয়েছিল। আপনাদের এই ভালোবাসাই আগামী দিনে আমার পথচলার শক্তি ও অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা নিয়েই আমি আজীবন নগরবাসীর একজন সেবক হিসেবে পাশে থাকব ইনশাল্লাহ্।’
তিনি আরও বলেন- ‘দলীয় মনোনয়ন না দিলেও আমার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে তাঁর স্নেহমাখা হাত মাথায় বুলিয়ে দিয়ে যে দোয়া দিয়েছেন এটা আমার কাছে মনোনয়নের চেয়েও অনেক বেশী পাওয়া। একই সাথে আমার চার দশকের রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ অর্জন।’
তিনি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করারও উদাত্ত আহবান জানান এবং দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে শুভ কামনা জানান। নির্বাচনে ব্যক্তি কোন বিষয় নয়, ‘নৌকা আমাদের মার্কা, নেত্রী আমাদের শেখ হাসিনা’-এমনটিও যোগ করেন তিনি।