সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করে সিলেটের ফিরেছেন বদরউদ্দিন আহমদ কামরান। শনিবার বিকেলে তিনি সড়কপথে সিলেট ফেরেন।
দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় কামরানের জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চণ্ডিপুল এলাকায় পৌছার পর কামরানকে সংবর্ধনা প্রদান করেন নেতাকর্মীরা। এসময় ‘কামরান কামরান’ ও ‘নৌকা নৌকা’ স্লোগানে মুখরিত করে তোলেন তারা। আর প্রিয় নেতাকে জানান ফুলেল শুভেচ্ছা।
এসময় দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চেষ্টা করবো। দলের সকল নেতাকর্মীদের মিলে এই সিটি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার প্রদান করবো। তিনি তাঁর প্রতি আস্থা ও ভালোবাসা রাখার জন্য দলের সব নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এরপর যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউন করে বদরউদ্দিন কামরানকে তাঁর বাসায় নিয়ে যায়।