আজ আর্জেন্টিনার অগ্নিপরীক্ষার রাত

স্পোর্টস ডেস্ক:: আইসল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের ফলে লিওনেল মেসির আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়েই জেগেছে শঙ্কা। আর সেই শঙ্কা নিয়েই আজ রাতে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। পরের রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ আর্জেন্টিনার সামনের জয়ের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাত ১২টায় ডি মারিয়া-আগুয়েরোদের অগ্নিপরীক্ষা শুরু হবে।

নাইজেরিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার উপরে তাদের অবস্থান। তাদের সামনে হাতছানি শেষ ১৬ নিশ্চিত করা।

প্রথম ম্যাচে পেনাল্টি মিসের পর মেসি নিজেই নিয়েছিলেন ড্রয়ের দায়ভার। তবে কোচের দাবি ভিন্ন। হোর্হে সাম্পাওলি মতে , ‘আমরা হারলেই দোষারোপ করা হয় তাকে (মেসি)। এটা কেনো হবে? সবাই এই সহজ কাজটা করে দায় এড়াতে চায়। খেলাটা দলীয়, দায়টাও সবার সমান। আমরা আইসল্যান্ডের সাথে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, কিন্তু সেটা একটা মাত্র ম্যাচ ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবাই একটা দল হয়েই ভালো খেলতে হবে।’

সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা- কাবায়েরো, সালভিও, ওটামেন্ডি, রোহো, তালিয়াফিকো, মাসচেরানো, বিলিয়া,পাভন, মেসি, মেজা, আগুয়েরো।

ক্রোয়েশিয়া- সুবাসিচ, চোরলুকা, লভ্রেন, ভিদা, স্ট্রিনিচ, রাকিটিচ, কোভাচিচ, পেরিসিচ, মদ্রিচ, ক্রামারিচ, মানজুকিচ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *