ফুটবল খেলতে যাওয়ার পথে প্রাণ হারালো ২ কিশোর

নিউজ ডেস্ক::  নরসিংদীর রায়পুরা উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী ট্রলি উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলা রায়পুরা উপজেলা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভুঁইয়ার ছেলে মো. মামুন ভুঁইয়া (১৮) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)।

আহত আতিকুর রহমান জানায়, সকালে নরসিংদীর মেথিকান্দা শেষ মাথায় রায়পুরা টু খাকচর রোডে পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে ড্রাইভার বাবু (১৮) প্রায় ৩০ জন ফুটবল খেলোয়াড় নিয়ে রায়পুরা কলেজ মাঠে খেলার জন্য রওনা দেয়। মেথিকান্দার রাস্তায় বেপরোয়া ট্রাক্টর (ইছারমাথা) মোড় গোড়ানোর সময় গতিরোধ করতে না পেরে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাক্টর খাদে পড়ে যায়। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে দুইজন নিহত হয়। অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানার এসআই রাফিউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *