সুনামগঞ্জ বাইকিং ক্লাব ও জনকল্যান মূলক সংগটনের ১ম বর্ষপূর্তি উদযাপন

শাফি উদ্দিন ফাহিম:: “Sunamgonj bikers unity” কেক কেটে ও মোটর র‍্যালীর মাধ্যমে সুনামগঞ্জ বাইকিং ক্লাব ও জনকল্যান মূলক সংগটন ১ম বর্ষপূর্তি উদযাপন করে।

বাইকিং ক্লাব ও জনকল্যান মূলক সংগটন সুনামগঞ্জে আজ বিকেলে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে বাইকারস ইউনিটি প্রথম বর্ষপুর্তি উদযাপন করা হয়েছে।

পরে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে কেক কাটেন ক্লাবের ফাউন্ডার অমিত গণি এসময় ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না,শাওন,রাহি,রতন,ফামি,নোহাশ,সাদি,রুহিত আর অনেক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *