তীব্র দাবদাহ, অতিষ্ঠ সিলেটের জনজীবন

নিউজ ডেস্ক:: গ্রীষ্মের শেষ সপ্তাহের টানা দাবদাহে হাঁপিয়ে উঠেছেন সিলেটবাসী। অব্যাহত গরমের দাপটের সাথে সাথে বেড়েছে লোডশেডিংও। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান সময়ে প্রকৃতিতে এমন আবহাওয়া থাকাটা স্বাভাবিক। তবে দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা বিরাজ করে।

রমজান মাস হওয়ায় গরমের তীব্রতায় বেশি অস্বস্থিতে আছেন রোজাদাররা। প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন শিশু-কিশোর এবং বয়স্করা। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়ালেখায়। গরমের তীব্রতায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রভাব পড়েছে ঈদের বাজারেও। গরমের কারণে রাস্তা-ঘাটও অনেকটাই ফাঁকা।

গরমের তীব্রতায় ফ্যানের বাতাসও হয়ে উঠছে গরম। শহর ছাড়াও একই রকম পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন উপজেলাতেও। টিলাগড় এলাকার বাসিন্দা ফয়সল আহমদ জানান, ‘রমজান মাসে এতো গরম, তার উপর লোডশেডিং বাড়তি ভোগান্তিতে ফেলেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারণে পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি মুহূর্তের জন্যে স্বস্তি পাওয়া যাচ্ছে না।’

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট ও পাশ্ববর্তী এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ায় আবহাওয়ায় গরমের তীব্রতা বেড়েছে। দু-একদিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। আর তা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *