সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটির ইফতার মাহফিল সম্পন্ন

গতকাল ৭ জুন বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটির সভাপতি জেসমীন সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রমথেশ দত্তের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক এম.পি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ ফজলুল হক, শাবিপ্রবি’র অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহকারী কলেজ পরিদর্শক মোঃ তাজিম আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচএমএ মালিক ইমন, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আহবায়ক মোঃ হারুন রশীদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ ময়জুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক কল্যাণব্রত বিশ্বাস, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও দোলন তরফদার, জগন্নাথপুর উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সুপ্রিয় রায়, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান তালুকদার, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব মিঠু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যকার বেতনবৈষম্য নিরসনের জন্য সরকারের উর্ধ্বতন মহলে আলোচনা করে সমাধান করবেন বলে আশ্বাস ব্যক্ত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর কমিটির সভাপতি নাজমা খানম, জেলা সিনিয়র সহ-সভাপতি নিকেতন দাস, সহ-সভাপতি স্বপন কুমার দাস, আব্দুস সামাদ, আব্দুল আহাদ, রফিক উদ্দিন, বিপুল কুমার সরকার, অজয় দে, মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক কল্যাণব্রত বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রাঢ়ী, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল কান্তি দাস, সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা মহিলা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শাখার সভাপতি এস.এম হাসিনা, জেলা প্রচার সম্পাদক মালেক আহমদ, মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম রাজ্জাক, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি নাসির মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ নূরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফর উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক রশীদ আহমদ, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল খান, ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাস, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস প্রমুখ।

সভায় কোরআন তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক ও ইফতার মাহফিল পরিচালনা কমিটির সদস্য বুরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ নূরুল আমিন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *