নিউজ ডেস্ক:: ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে দত্ত গ্রাম নামক স্থানে বাসের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খালেদ ও মুহিব মোটরসাইকেলে ছিলেন। দত্ত গ্রাম নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন খালেদ। হাসপাতালে নেয়ার পথে মারা যান মুহিব মিয়া।
নিহত খালেদ উপজেলার গোয়ালাবাজার ইউপির এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে ও নিহত মুহিব একই ইউপির পশ্চিম ব্রাক্ষণ গ্রাম গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্যা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারে সিলেটগামী একটি বিআরটিস বাস বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যায়। গুরুতর আহত অবস্থা ওপর মোটারসাইকেল আরোহী মুহিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।ৃ