সিলেট শহরের ঘাশিটোলা থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক- ছায়েদুর রহমান মেহেদী:: শহরের ঘাশিটোলা এলাকা থেকে ৫৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল।

জানা যায়, ৩০ মে বুধবার বিকাল ৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেট মেট্রাপলিটনের কোতোয়ালী থানাধীন ঘাশিটোলা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ১। মো: টিটু মিয়া (২৪), পিতা মো: হাসিম, গ্রাম সুখাই (জমিদার বাড়ির পাশে), থানা ধর্মপাশা, জেলা সুনামগঞ্জ, বর্তমানে শহরে লামাপাড়া, ২। জামাল আহমেদ জালাল(২৩), পিতা জাহির মিয়া, গ্রাম চান্দুয়া বাজার, থানা আখাউড়া, জেলা বি-বাড়িয়া, বর্তমানে শেখঘাট কলাপাড়া ও ৩। মো: দিদার (২৭) পিতা মঈন উদ্দিন, গ্রাম লামাপাড়া, থানা কতোয়ালী, জেলা সিলেটকে ৫৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের সিলেটের কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *