নিজস্ব প্রতিবেদক- রিমা বেগম (পপি):: সিলেটের দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, ২৭ মে রবিবার দুপুর ০২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেট মেট্রাপলিটনের দক্ষিন সুরামা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মোস্তাক আহমদ (২৭) নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানার উত্তরনয় গ্রামের মৃত হাজী মিয়ার পুত্র। গ্রেফতারকৃত মোস্তাক আহমেদকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট