সিলেট নগরীর পাঠানটুলা থেকে ২দিন ধরে লামিয়া (১৫) নামের এক স্কুল ছাত্রী নিখোজ রয়েছে। সে নগরীর আখালিয়া ব্রাক্ষ্রণ শাসন রাসুলবাগ আবাসিক এলাকার ব্লক সি-২নং বাসার রহমত উল্লাহর কন্যা এবং পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্ছ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা রহমত উল্লাহ কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৮১৮, তাং ১৩/ ০৫/১৮ ইং) দায়ের করেন। জানা যায় ১২ মার্চ সকাল ৯টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে আর বাসায় ফিরেনি।
তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারের কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান লামিয়া বেগম নিখোজ হয়েছে না কেউ তাকে ফুসলিয়ে নিয়ে গেছে এ ব্যাপারে তদন্ত করা হবে।
কমেন্ট