নিউজ ডেস্ক:: নির্বাচনকালীন সরকার পদ্ধতির সমস্যা সমাধানের আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেশবাসী ও রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার শ্রমিক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফখরুল বলেন, ‘যদি বিএনপি নির্বাচন করে তবে আওয়ামী লীগের ভরাডুবি হবে জেনে খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া একতরফা নির্বাচন করতে চায় সরকার।’
কমেন্ট