বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে নগরবাসীকে সাবেক মেয়র কামরানের শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে সম্মানীত নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুরাতনকে পিছনে ফেলে নতুন বছর সকলের জন্য শুভ বার্তা নিয়ে আসে। তিনি আরও বলেন, জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে ভাবে উন্নয়ন বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন নতুন বছরে তার সুযোগ্য নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভুমি সিলেটে নতুন বছরে সকলের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হবে। জনাব কামরান নতুন বছরে সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *