99 total views, 2 views today
বিনোদন ডেক্স:: প্রায় এক বছর পর নাটকে অভিনয় করলেন অভিনেতা রিয়াজ। নাম ‘ভালোবাসার চাদর’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনা করেছেন আদিত্য জনি। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এতদিন যেসব নাটকের প্রস্তাব পেয়েছি তার কোনোটির গল্প পছন্দ হয়নি।একঘেয়েমি মনে হতো। চরিত্রে বৈচিত্র্য ছিল না।
এ কারণে নাটক থেকে দূরে ছিলাম। এই নাটকটির গল্প ও চিত্রনাট্য পছন্দ হয়েছে। একজোড়া দম্পতির মিষ্টি প্রেমের গল্প। কাজটি করে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি।’
নাটকে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। এই জুটি এর আগে ‘শুকনো ফুল ও সতেজ প্রেমের গল্প’ নামের নাটকে কাজ করেছিলেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, অনুভব মাহাবুব প্রমুখ। নির্মাতা জানিয়েছেন শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।