74 total views, 1 views today
বিদ্যুত রঞ্জন দেবনাথ:-
স্বাধীনতার পক্ষ নিয়ে
আমরা যারা
বাঁচি,
দুঃখ সুখে
পড়ে থাকি
দেশের কাছাকাছি ।
তোমরা যারা
স্বাধীনতা
মানতে আজোও চাওনা,
তবে কেন
পাকির দেশে
তোমরা চলে যাওনা !
দেশের মাটি
দেশের হাওয়া
দেশের পণ্য খেয়ে,
কেনোরে ভাই
ফালাও তোরা
বেসুরা গান গেয়ে ।
এই মাটি
এই পতাকা
এই দেশের বুকে,
আমরা চলি
আগের চেয়ে
এখন কত সুখে ।
তোমরা যারা
দেশ নিয়ে
আজোও ভেবে মরো,
দিল দিয়ে ভাই
একটি বার
দেশের হালটা
ধরো !
স্বাধীনতা মুখে নয়
রাখছি বুকে
ধরে,
স্বাধীনতা
তুচছ কি আর
নাড়ায় ছাড়ায়
নড়ে ।
কমেন্ট