91 total views, 1 views today
স্পোর্টস ডেক্স:: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিল ম্যানচেস্টার সিটি। বুধবার নিউক্যাসল ইউনাইটডেকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা ১৮তম জয় তুলে নেয় গার্দিওলার শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ম্যান সিটি। গোলের সুযোগও পায় দলটি। তবে আর্জেন্টাইন তারকা আগুয়োরর গোলের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অবশেষে ম্যাচের ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনের দারুণ পাস ধরে কাঙ্ক্ষিত গোলটি করেন স্টার্লিং। এবারের লিগে ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের গোল হলো ১৩টি।
ম্যাচের বাকি সময় প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকলেও আর গোলের দেখা পায়নি ম্যান সিটি। এ জয়ে ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অপরাজিত ম্যানচস্টার সিটি। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।
এদিকে টানা ১৮ জয়ের পর ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখের টানা ১৯টি জয়ের রেকর্ড ছুঁতে আর একটিমাত্র জয় দরকার সিটির।